শনিবার, ১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

আদিলুর–এলানের সাজা প্রত্যাহারের দাবি বিএনপির


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৫ সেপ্টেম্বর, ২০২৩ ২:০৬ : অপরাহ্ণ
আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের সাজা প্রত্যাহারে দাবি জানিয়েছে বিএনপি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গুম-নির্যাতনের তথ্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সোচ্চার থাকায় আদিলুর রহমান খানকে সাজা দেওয়া হয়েছে।’

আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আদিলুর-এলানকে সাজা দেওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ইইউ পার্লামেন্টে আদিলুর–এলানের সাজা প্রত্যাহারের কথা বলেছে। পার্লামেন্টে রেজল্যুশন এনেছে। বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র নেই, সে কথা তুলে ধরেছে ইইউ পার্লামেন্টে।’

আরও পড়ুন: অধিকারের আদিলুর-এলানের ২ বছরের সাজা

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের বিচার বিভাগ পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে, দলীয়করণ করা হয়েছে। ন্যায়বিচার মিলছে না। সাইবার সিকিউরিটি অ্যাক্ট আরও ভয়াবহ। দমবন্ধ পরিবেশ চলছে, এটা থেকে মুক্ত হতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন নিয়ে কথা হচ্ছে কেন? এটা শুনে আমরা অবাক হয়েছি। গত দুই নির্বাচন কারচুপির মাধ্যমে আওয়ামী লীগকে করতে হয়েছে। বাংলাদেশে এখন প্রমাণিত দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রশ্নবিদ্ধ, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এর জন্য এক দফা দাবি উত্থাপন করা হয়েছে। সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘দয়া করে সাধারণ মানুষের কথা পড়ুন। এখনো সময় আছে, সরকারের শুভবুদ্ধির উদয় হোক। প্রতিহিংসা, অহংকার ছেড়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।’

মির্জা ফখরুল বলেন, ‘সরকার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। সরকার একটি গণ্ডির মধ্যে আছে, আশপাশের মানুষকে ভুল বোঝাচ্ছে। সরকার আবার নতুন করে গায়েবি মামলা শুরু করেছে, নেতা-কর্মীরা আদালতে হাজিরা দিতে ব্যস্ত। তারা কেউ বাসায় থাকতে পারেন না।’

সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি আগামী ১৮ সেপ্টেম্বর ঘোষণা করা হবে বলে জানান বিএনপি মহাসচিব।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর