সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা প্রেস রিলিজ

চট্টগ্রামে মানুষের বাসায় গিয়ে মশারি পৌঁছে দিচ্ছে ‘দূর্বার তারুণ্য’


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৬ সেপ্টেম্বর, ২০২৩ ৮:১৭ : অপরাহ্ণ
আজ চট্টগ্রাম নগরীর আনন্দবাজার জেলে পল্লীতে দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের উদ্যোগে মশারি বিতরণ করেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছে। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে ভিন্নধর্মী একটি উদ্যোগ নিয়েছে ‘দূর্বার তারুণ্য ফাউন্ডেশন’ নামের একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

‘মশারিতে জনগণ, হবে সচেতন’-এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি নগরীর বিভিন্ন এলাকায় মানুষের বাসায় গিয়ে পৌঁছে দিচ্ছে মশারি।

এরই ধারাবাহিকতায় দূর্বার তারুণ্য ফাউন্ডেশন আজ বুধবার নগরীর আনন্দবাজার জেলে পল্লীতে মশারি বিতরণ করেছে।

মশারি বিতরণের কার্যক্রমটি উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সামাজিক সংগঠক দেবাশীষ পাল দেবু।

দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এসময় দেবাশীষ পাল দেবু বলেন, ‘বাংলাদেশে মাঝেমধ্যেই দেখা দেয় ডেঙ্গুজ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব। কখনাে কখনাে এই জ্বর মহামারীরূপে দেখা দেয়। তবে সাম্প্রতিককালে সবচেয়ে ভয়ংকর আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ডেঙ্গুজ্বর। এই মহামারী জ্বরে ঢাকাসহ সমগ্র দেশে মৃত্যুবরণ করেছে অনেক মানুষ। ডেঙ্গুর প্রতিকারের চেয়ে প্রতিরোধ জরুরি। প্রতিরোধের অন্যতম মাধ্যম হল, মশারি টাঙ্গিয়ে ঘুমানো। তাই জনসচেতনতা সৃষ্টিতে আমরা মশারি বিতরণ করছি।’

দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু আবিদ বলেন, ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। দূর্বার তারুণ্য এর মাধ্যমে পুরো দেশে মশারি বিতরণ করা সম্ভব নয়। তবে এ কার্যক্রম জনসচেতনতা সৃষ্টিতে অধিক ভূমিকা রাখবে। আমরা মানুষের দরজায় গিয়ে মশারি পৌঁছে দিয়ে এটি ব্যবহারের গুরুত্বের দিকটা তুলে ধরছি। কারণ মশারি অনেকের কাছে থাকলেও অতিরিক্ত গরমে তা মানুষ টাঙাতে চায় না। তাই মশারি বিতরণের পাশাপাশি তা ব্যবহারেরও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখা জরুরি।’

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রেজাউল করিম মামুন, মো. মিজান, আলাউদ্দিন, মো. জিহাদুল ইসলাম, এ আর তাইমুন, রকি দাশ, নূর মোহাম্মদ, নারায়ণ দাশ, নরোত্তম দাশ, রিমন, সৈকত প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর