বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

আ.লীগ এবার ওয়াকওভার পাবে না, মানুষ রুখে দাঁড়াবে: ফখরুল


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরনো ছবি

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৪ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৪৯ : অপরাহ্ণ

আওয়ামী লীগ এবার ওয়াকওভার পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ আবারও আগের মতো ভোট করতে চায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় খালি মাঠে ট্রফি নিয়ে চলে যেতে চায়। এদেশের মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছে, সেটা আর সম্ভব হবে না। এবার মানুষ রুখে দাঁড়াবে।’

আজ সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরববঙ্গ ও বাংলাদেশ ছাত্র ফোরাম নামক একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।

‘তত্ত্বাবধায়ক সরকারের পুনরুদ্ধারের আন্দোলন দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা লড়াই করেছি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারে জন্যই লড়াই করে যাচ্ছি। এই সরকার স্বাধীনতার যে অর্জন সব নষ্ট ও ধ্বংস করে ফেলেছে। তারা এ দেশের আত্মাকে নষ্ট করেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার একটি লক্ষ্য নিয়েছে, যারা এদের বিরুদ্ধে কথা বলবে, আন্দোলন করবে তাদেরকে জেলে ঢুকিয়ে গ্রেপ্তার করে স্তব্ধ করতে চায়। কিন্তু এগুলো করে জনগণের আন্দোলন থামাতে পারবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘কিছুদিন আগেও তারা (সরকার) বলেছেন, বিএনপি নাই। আজকে যখন তারা দেখছে বিএনপি মাটি খুঁড়ে বের হচ্ছে। তাই আমাদের এই আন্দোলন ও সংগ্রামে বিজয় অর্জন করেই ফিরে আসতে হবে। এর আগে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।’

তরুণদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা উঠে আসুন, প্রতিরোধ গড়ে তুলুন। এই ভয়াবহ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে অবশ্যই বিজয় অর্জন করতে হবে। আর জীবনকে পণ করে সামনে দিকে এগিয়ে যাই। জিততে আমাদের হবেই। এছাড়া আর কোনো বিকল্প নেই।’

নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘সামনে একটা শুভ দিন। সামনে মানুষের জন্য পরিবর্তিত বাংলাদেশ। সামনে মানুষের জন্য একটা মুক্ত বাংলাদেশ, মুক্ত সমাজ। আর গণতান্ত্রিক সমাজের জন্য আমরা লড়াইটা করছি।’

বিএনপি সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, কৃষকদলের সভাপতি হাসান জারিফ তুহিন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর