রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩০ আগস্ট, ২০২৩ ২:১৭ : অপরাহ্ণ
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, গণভবনে সংবাদ সম্মেলনের পর ‘ব্যবসায়ীদের সিন্ডিকেট’ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কিছু বলেননি।
আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
টিপু মুনশী বলেন, ‘প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর প্রায় দেড় ঘণ্টা তার সঙ্গে ছিলাম। তখন তিনি এ বিষয়ে কিছু বলেননি।’
গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে একজন সম্পাদক প্রশ্ন করেন, ‘দেশে নিত্যপণ্য নিয়ে একটা মৌসুমি ব্যবসা হয়। মজুদ আছে সরবরাহ আছে তবুও জিনিসপত্রের দাম বেড়ে যায়। যেমন-পেঁয়াজ, ডাব, কাঁচামরিচ। এমন অনেক পণ্য সিন্ডিকেট করে ব্যবসা করে সাধারণ মানুষের পকেট কেটে নিয়ে যাওয়া হয়। মন্ত্রীরাও বলেন সিন্ডিকেটে হাত দেওয়া যায় না। এই মৌসুমি ব্যবসায়ীদের নিরস্ত করার কোনো পরিকল্পনা আছে কি না?’
প্রশ্নের পরপর প্রধানমন্ত্রী জানতে চান, ‘সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না এমন কথা কে বলেছেন।’
জবাবে সাংবাদিক বলেন, ‘বাণিজ্যমন্ত্রী ওই কথা বলেছিলেন।’
শেখ হাসিনা তখন বলেন, ‘ঠিক আছে আমি বাণিজ্যমন্ত্রীকে ধরবো।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সিন্ডিকেট থাকলে সিন্ডিকেট ভাঙা যাবে না, এটা কোনো কথা হতে পারে না। কে কত বড় শক্তিশালী সিন্ডিকেট, আমি জানি না। কিন্তু আমি দেখবো যে কী ব্যবস্থা নেওয়া যায়।’
আরও পড়ুন: ডিম সিদ্ধ করে ডিপ ফ্রিজে রাখতে বললেন প্রধানমন্ত্রী
এ প্রসঙ্গে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি বলেছি যে, যখন জিনিসপত্রের দাম বাড়ে তখন তা নিয়ন্ত্রণের চেষ্টা করি। কখনও কখনও আমাদের লোকবল কম হওয়ার কারণে সমস্যা হয়। সে কথাটাই বলেছি। জানি না, কাল প্রশ্ন কি হয়েছিল, কি প্রেক্ষিতে তিনি এই কথা বলেছেন।’
টিপু মুনশী বলেন, ‘আমি সংসদে বলেছি যে, কিছু কিছু ব্যবসায়ী সুবিধা নেওয়ার চেষ্টা করে। তাদের বিরুদ্ধে জেল-জুলুম ব্যবস্থা নিলে মানুষের ভোগান্তি আরও বাড়বে। আমরা আলোচনার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করি।’