সোমবার, ১৩ মে, ২০২৪ | ৩০ বৈশাখ, ১৪৩১ | ৪ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

ডিম সিদ্ধ করে ডিপ ফ্রিজে রাখতে বললেন প্রধানমন্ত্রী


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৯ আগস্ট, ২০২৩ ৫:১৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশের বাজারে ডিমের দাম এখন ডজনপ্রতি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা। দেশি মুরগির ডিম কোথাও কোথাও প্রতি ডজন ২২০ থেকে ২৩০ টাকায়ও বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দেশের বাজারে সম্প্রতি ডিমসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছেন।

বাণিজ্যমন্ত্রী বলেছেন, ব্যবসায়ীদের সেই সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না।

এ প্রসঙ্গে আজ মঙ্গলবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একজন সাংবাদিক প্রশ্ন করেন-‘দেশে নিত্যপণ্য নিয়ে একটা মৌসুমি ব্যবসা হয়। মজুদ আছে সরবরাহ আছে তবুও জিনিসপত্রের দাম বেড়ে যায়। যেমন-পেঁয়াজ, ডাব, কাঁচামরিচ। এমন অনেক পণ্য সিন্ডিকেট করে ব্যবসা করে সাধারণ মানুষের পকেট কেটে নিয়ে যাওয়া হয়। মন্ত্রীরাও বলেন সিন্ডিকেটে হাত দেওয়া যায় না। এই মৌসুমি ব্যবসায়ীদের নিরস্ত করার কোনো পরিকল্পনা আছে কি না?’

প্রশ্নের পরপর প্রধানমন্ত্রী জানতে চান, ‘সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না এমন কথা কে বলেছেন।’

জবাবে সাংবাদিক বলেন, ‘বাণিজ্যমন্ত্রী ওই কথা বলেছিলেন।’

শেখ হাসিনা তখন বলেন, ‘ঠিক আছে আমি বাণিজ্যমন্ত্রীকে ধরবো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সিন্ডিকেট থাকলে সিন্ডিকেট ভাঙা যাবে না, এটা কোনো কথা হতে পারে না। কে কত বড় শক্তিশালী সিন্ডিকেট, আমি জানি না। কিন্তু আমি দেখবো যে কী ব্যবস্থা নেওয়া যায়।’

এ সময় প্রধানমন্ত্রী ডিমের দাম কমলে তা সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিতে দেশের মানুষকে পরামর্শ দেন।

শেখ হাসিনা বলেন, ‘যখন দাম কমবে, তখন ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন। বহুদিন থাকবে। নষ্ট হবে না।’

দক্ষিণ আফ্রিকা সফর ও ব্রিকস সম্মেলনে যোগদান সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর