বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

মির্জা ফখরুলের বিবৃতি

ড. ইউনূস জাতির সূর্যসন্তান, তাকে হেনস্তা করা বন্ধ করুন


ড. মুহাম্মদ ইউনূস ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৯ আগস্ট, ২০২৩ ৩:২৬ : অপরাহ্ণ

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতির সূর্যসন্তান’ আখ্যায়িত করে তার বিরুদ্ধে মামলাবাজি বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ড. ইউনূসকে হেনস্তা করার অভিযোগ এনে এ দাবি করেন তিনি।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস হলেন এই জাতির একজন সূর্যসন্তান। শত বছর পরেও এই জাতির মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং লজ্জিত হবে এই ভেবে যে, এ রকম বরেণ্য একজন মানুষের সঙ্গে এই দেশের সরকার কী রকম নীচ আচরণ করেছিল। ওনার বিরুদ্ধে সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘উনি (ড. ইউনূস) এই দেশের একজন কীর্তিমান ব্যক্তি। ওনাকে যারা ছোট করতে চান, অপমান করতে চান, তারা আরেকবার জন্ম নিলেও ওনার সমান উচ্চতায় যেতে পারবেন না। এই অনিবার্য সত্যটা মেনে নিয়ে ওনাকে হেনস্তা করা বন্ধ করুন। এই সব মামলাবাজি বন্ধ করুন।’

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকিসহ শ্রম আইনে বেশ কয়েকটি মামলা চলছে। গতকাল সোমবারও তার বিরুদ্ধে নতুন করে ১৮টি মামলা হয়েছে।

এদিকে ড. ইউনূসকে হয়রানি বন্ধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে ১০০ জন নোবেল বিজয়ীসহ ১৬০ জন বিশ্বনেতা চিঠি দিয়েছেন।

আরও পড়ুন: ড. ইউনূস ও নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কাছে ১৬০ বিশ্বনেতার খোলাচিঠি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর