শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ১১ জমাদিউস সানি, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ কনস্টেবলের মৃত্যু


দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশের পিকআপ। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিনিধি, সীতাকুণ্ডে
প্রকাশের সময় : ২৭ আগস্ট ২০২৩, ২:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলক্রসিং পার হওয়ার সময় পুলিশের একটি ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন কনস্টেবলের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে সীতাকুণ্ডের সলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গাড়িতে চালকসহ মোট পাঁচজন পুলিশ সদস্য ছিলেন। এদের মধ্যে দুর্ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

মৃতরা হলেন-কনস্টেবল মিজান, ইস্কান্দার ও হোসাইন। চালক এবং এএসআই সুজন শর্মা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন বলেন, পুলিশের একটি পিকআপ ডিউটিরত অবস্থায় রেললাইন পার হয়ে পূর্ব দিকে যাওয়ার সময় চট্টগ্রামুখী সোনার বাংলা এক্সপ্রেসের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে এক পুলিশের মৃত্যু হয় ও কয়েকজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

এসআই ফারুক হোসেন বলেন, রেললাইনে আজ সকাল থেকে লাইনম্যান ডিউটিতে ছিলেন না। এ কারণেই দুর্ঘটনা ঘটে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর