সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয় পার্টি

সরকারের বিরুদ্ধে ফুঁসলেন জি এম কাদের

দেশের সবাই এখন গোয়েন্দা নজরদারিতে


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৭ আগস্ট, ২০২৩ ২:২৪ : অপরাহ্ণ
জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের
Rajnitisangbad Facebook Page

দেশের সব মানুষকে এখন গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।

তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশের মাধ্যমে দেশ জেলখানায় পরিণত হচ্ছে। দেশে শান্তি নিয়ে আসতে অবাধ, সুষ্ঠু নির্বাচন দরকার।’

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জি এম কাদের বলেন, ‘বাংলাদেশ একদলীয় শাসন ব্যবস্থায় চলছে। দেশটাকে তারা (আওয়ামী লীগ) পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলেছে। চলছে এক ধরনের বৈষম্য। প্রশাসন শাসক গোষ্ঠীর লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। বৈষম্য তৈরি করে দেশকে শাসন এবং শোষণ করছে শাসক শ্রেণি।’

সারাদেশে এখন দুর্নীতি চলছে অভিযোগ করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতি এখন রন্ধ্রে রন্ধ্রে চলছে। গ্রাম-গঞ্জ আজ মাদকে সয়লাব। সরকার দেশের অর্থনীতি নষ্ট করেছে।’

জি এম কাদের বলেন, ‘সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। আজ মানুষ শাসক শ্রেণির দাসে পরিণত হয়েছে। মানুষের রাজনৈতিক অধিকার নেই।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর