শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

পান থেকে চুন খসলেই নিষেধাজ্ঞার হুমকি, যুক্তরাষ্ট্রের ওপর চটলেন কাদের


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১২ আগস্ট, ২০২৩ ৭:২১ : অপরাহ্ণ

গত ৩ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ফুল দিয়ে হাস্যজ্জল মুখে বরণ করে নিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেই যুক্তরাষ্ট্রের ওপর চটেছেন।

যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘এ বছর পৃথিবীর ২২টি দেশে নির্বাচন হবে। সেসব দেশে বড় বড় দেশগুলো অভ্যন্তরীণ বিষয়ে কথা বলছে না। শুধু বাংলাদেশে ব্যতিক্রম। ফিলিস্তিনে লাখ লাখ মানুষ মরছে, সেখানে ইসরাইলকে শাসন করার ক্ষমতা ওয়াশিংটনের নেই। শুধু পেয়েছে বাংলাদেশকে, পান থেকে চুন খসলেই ভিসা নীতিসহ বিভিন্ন নিষেধাজ্ঞার হুমকি দিয়ে থাকে।’

আজ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ এ সভার আয়োজন করে।

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘তত্ত্বাবধায়ক হবেনা, প্রধানমন্ত্রী পদত্যাগ করবেনা, নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে। পছন্দ হলে নির্বাচনে আসুন, না আসলে নেই।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সংবিধানে কাঁটা-ছেঁড়া আওয়ামী লীগ করেনি। করেছে জিয়াউর রহমান। ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড জিয়াউর রহমান। দেখবেন ১৫ আগস্ট বিএনপি আবার খালেদা জিয়ার জন্মদিবস পালন করছে। এ পর্যন্ত ৬টা জন্মদিবস পাওয়া গেছে, কোনটা ঠিক ফখরুলও জানে না।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের উন্নয়নে বিএনপির অন্তর্জালা। বিএনপির সমাবেশে নেতাকর্মীদের সংখ্যা কমে গেছে, তাদের মিছিল সমাবেশে দৈর্ঘ্য বেড়েছে, প্রস্থ কমেছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সকল ক্ষমতার মালিক আল্লাহ, সেখানে বিএনপি কীভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাবে। বিএনপি জানে নির্বাচনে তাদের কী দশা হবে। এই মুহূর্তে নির্বাচন হলে এ দেশের ৭০% ভাগ ভোট মানুষ শেখ হাসিনাকে দিবে।’

আরও পড়ুন: আওয়ামী লীগের কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর