মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ | ৩১ বৈশাখ, ১৪৩১ | ৫ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

‘বাংলাদেশ, আমরা আবারও বলছি’


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১০ আগস্ট, ২০২৩ ৮:৪২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আবারও পুলিশকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দমনে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আজ বৃহস্পতিবার লন্ডনভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠনটি এক টুইট বার্তায় বাংলাদেশকে এই তাগিদ দেয়।

টুইটে গত ২৯ জুলাই বিএনপির ঢাকার প্রবেশপথগুলোয় অবস্থান কর্মসূচিতে পুলিশের বিভিন্ন তৎপরতার ভিডিও যুক্ত করে দেয়।

ভিডিওতে দেখা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রাস্তায় পড়ে যাওয়ার পরও পুলিশ তাকে পেটাচ্ছে।

এ নিয়ে অ্যামনেস্টি লিখেছে, ‘বাংলাদেশ, আমরা আগেও এটি বলেছি এবং আবারও বলছি। আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে অবশ্যই শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা থেকে বিরত থাকতে হবে। প্রতিবাদ করার অধিকার একটি মৌলিক অধিকার। কর্তৃপক্ষের উচিত কোনো অযৌক্তিক হস্তক্ষেপ ছাড়াই মানুষকে প্রতিবাদ করতে দেওয়া।’

আরও পড়ুন: গয়েশ্বরকে বেধড়ক পেটালো পুলিশ

সংগঠনটি এর আগে গত ৪ ও ৮ আগস্ট অনুরূপ বিবৃতি দেয়।

গত ৪ আগস্ট অ্যামনেস্টি বলে, বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ বন্ধ করতে হবে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে অ্যামনেস্টি জানায়, পুলিশ হামলা করার আগ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ চলছিল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অন্তর্বর্তীকালীন দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক স্মৃতি সিংহ বলেন, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেসব ভিডিও ও ছবি যাচাই করেছে, সেগুলোতে বাংলাদেশি কর্তৃপক্ষের মানবাধিকার লঙ্ঘনের বিষয় ফুটে উঠেছে। আমরা বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাই, আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেন কঠোরভাবে আইন মেনে চলে এবং নাগরিকদের বাক্স্বাধীনতা ও শান্তিপূর্ণ সভা-সমাবেশের প্রতি সম্মান জানায়। মানুষের ক্ষতি এড়াতে এবং সংকট যেন ত্বরান্বিত না হয়, সে কারণেই এটা করা দরকার।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর