রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা ক্যাম্পাস রাজনীতি

ভিপি নুর ও তার সহযোগীদের বেধড়ক পেটালো ছাত্রলীগ


ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের হাতে মারধরের শিকার হয়েছেন নুর ও তার সহযোগীরা। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২ আগস্ট, ২০২৩ ৫:২৮ : অপরাহ্ণ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে।

হামলায় গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরসহ ছাত্র অধিকার পরিষদের অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হন।

জানা গেছে, বিরোধী রাজনৈতিক দলের ওপর হামলা-মামলা, জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি ও বুয়েট শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা।

কিন্তু ছাত্র অধিকার পরিষদের পূর্বঘোষিত কর্মসূচির একই সময়ে পাল্টা কর্মসূচির ডাক দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরাও।

ছাত্র অধিকার পরিষদের শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে টিএসসি আসামাত্রই তাদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ।

এ সময় ভিপি নুরের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়ে। নুর ও তার সহযোগীদের কিল-ঘুষি মারতে মারতে টিএসসি থেকে দোয়েল চত্বরের দিকে নিয়ে যায়।

ছাত্র অধিকার পরিষদের নেতারা জানান, ধাওয়া দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে এনেও তাদের মারধর করা হয়। পরে তারা রিকশায় করে চলে যান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘হামলার অভিযোগ মিথ্যা ও বানোয়াট। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে। এখানে হামলার কোনো ঘটনা নেই।’

আরও পড়ুন: গভীর রাতে নুরের বাসায় ডিবি, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আটক

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর