সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয় পার্টি

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন প্রসঙ্গে জি এম কাদের

প্রিসাইডিং অফিসাররা নৌকা মার্কায় ভোট দিয়েছেন


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১ আগস্ট, ২০২৩ ৭:৩৩ : অপরাহ্ণ
আজ দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এক সভায় বক্তব্য রাখেন জি এম কাদের। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন প্রসঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করে বলেছেন, ‘আমাদের প্রার্থী জানিয়েছেন, ৩০ জুলাই অনুষ্ঠিত এই নির্বাচনে কেন্দ্রে ভোটাররা আসেননি। তাই প্রিসাইডিং অফিসাররা বসে বসে ইভিএমে নৌকা মার্কায় ভোট দিয়েছেন।’

তিনি বলেন, ‘নির্বাচনের নামে যা চলছে তাকে কোনোভাবেই নির্বাচন বলা যায় না। নির্বাচনকে এখন ইলেকশন না বলে সিলেকশন বলা যায়।’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এক সভায় তিনি এ মন্তব্য করেন।

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর শাখা এ সভার আয়োজন করে।

জি এম কাদের বলেন, ‘যেহেতু নির্বাচন কমিশন সিলেকশন করবে না, তাই নির্বাচন কমিশনকে আর সিলেকশন কমিশন বলা যাবে না। সিলেকশন করা হবে সরকারের উচ্চপর্যায় থেকে, ইলেকশন কমিশনের কাজ হবে সিলেকশনকে বৈধতা দেওয়া। তাই ইলেকশন কমিশনকে বলা যায় ইলেকশন ভেলিডেশন কমিশন।’

আরও পড়ুন: চট্টগ্রাম-১০ আসনে জিতলেন নৌকার বাচ্চু, ভোট পড়েছে ১১.৭ শতাংশ

বিরোধীদলীয় এই উপনেতা বলেন, ‘আগামীতে নির্বাচনের নামে এমন সিলেকশনে গেলে লাভ কী? বর্তমান সরকার তো তাদের অধীনে নির্বাচনের মডেল দেখিয়েছে। আওয়ামী লীগ এমন নির্বাচন ব্যবস্থা সাজিয়েছে যাতে তারাই নির্বাচিত হতে পারে।’

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘ঢাকা-১৭ আসনের নির্বাচনের দিকে তাকিয়ে ছিল দেশি ও বিদেশিরা। সরকার ইচ্ছা করলে এই নির্বাচনটা সঠিক করতে পারতো। মানুষের প্রত্যাশা অগ্রাহ্য করে নিজেদের মতো করেই নির্বাচনটি করেছে। এ কারণেই ভোটাররা ভোট কেন্দ্রে যেতে চায় না। কারণ তারা জানে যেখানেই ভোট দেবে নির্বাচিত হবে সরকারের পছন্দের প্রার্থী।’

জি এম কাদের বলেন, ‘নির্বাচন কমিশনের আইনগত ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে। দলীয় লোকজন নিয়োগ দিয়ে নির্বাচন কমিশন করায়ত্ব করা হয়েছে। সরকারের নির্দেশ শতভাগ বাস্তবায়ন করবে এমন লোকজন নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আক্তার, চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর