শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে আসবে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক


রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১ আগস্ট, ২০২৩ ১:১৬ : অপরাহ্ণ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অক্টোবরে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্র।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

এর আগে বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনে যান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক চলে। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

পিটার হাস বলেন, ‘আমি সিইসিকে জানিয়েছি যে অক্টোবরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক টিম পাঠাবে। এই বিশেষজ্ঞ টিমে এমন লোক থাকবেন, যাদের নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিয়ে অভিজ্ঞতা রয়েছে। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে, যাতে বাংলাদেশের জনগন প্রতিনিধি নির্বাচন করতে পারবে।’

কারা আসবেন-এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলে থাকবেন ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট, ন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের বিশেষজ্ঞরা; যারা নির্বাচন সম্পর্কে অগাধ জ্ঞান রাখেন।’

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি পলিটিক্যাল এন্ড ইকোনমিক কাউন্সিলর মি. অরটুরো হেইনস। এছাড়া বৈঠকে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান ও ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর