শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

পাকিস্তানে ইসলামী দলের সম্মেলনে বোমা হামলা, নিহত ৩৫



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩০ জুলাই, ২০২৩ ৯:১৪ : অপরাহ্ণ

পাকিস্তানে জমিয়তে উলামা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) নামের একটি ইসলামী দলের সম্মেলনে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৩৫ জন। আহত হয়েছেন দুই শতাধিক। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে।

আজ রোববার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে এই বোমা হামলার ঘটনা ঘটে।

আল জাজিরার খবরে জানানো হয়, বিস্ফোরণের পর এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধারে অভিযান চলছে।

এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো সংগঠন। এ হামলায় জেইউই-এফ দলের গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান প্রাণ হারিয়েছেন। আহতদের পেশোয়ার ও তিমারগেরার হাসপাতালে নেয়া হয়েছে।

হামলার পরপরই সেখানে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স উপস্থিত হয়। ঘটনাস্থলে ও আশেপাশের এলাকায় জনসাধারণের চলাফেরা বন্ধ করে দিয়েছে পুলিশ।

খবরে বলা হয়, হামলাটিকে আত্মঘাতী বোমা হামলা বলে নিশ্চিত করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

ধারণা করা হচ্ছে, সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এর জন্য দায়ী হতে পারে।

যদিও যার সমাবেশে এই হামলা হয়েছে, সেই ফজলুর রহমান তালেবানপন্থী বলেই পরিচিত। তবে তার রাজনৈতিক দল ইসলামাবাদের শাসক জোটের অংশ। সে কারণেও তাকে টার্গেট করা হতে পারে।

আগামী অক্টোবরের আগেই পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সাধারণ নির্বাচন। তার আগে সমর্থকদের একত্রিত করতে সারাদেশে সভা-সমাবেশ করছে রাজনৈতিক দলগুলো।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর