বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

দলে দলে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা


নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজারো নেতা-কর্মীর ভিড়। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৭ জুলাই, ২০২৩ ১০:৩১ : অপরাহ্ণ

মহাসমাবেশে অংশ নিতে দলে দলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন হাজারো নেতা-কর্মী।

আজ বৃহস্পতিবার বিকেলের পর নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ভিআইপি সড়কে।

অনেকদিন পর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা জড়ো হওয়ায় সেখানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

বিকেলের দিকে বিএনপির নেতা-কর্মীরা সড়কে অবস্থান করলে পুলিশ তাদের বারবার সরিয়ে দেয়। কিন্তু সন্ধ্যার পর দলে দলে নেতা-কর্মীরা জড়ো হতে থাকলে সেই চিত্র পাল্টে যায়।

নেতা-কর্মীদের উপস্থিতি ব্যাপক হারে বাড়তে থাকলে কিছুটা নীরব হয়ে পড়েন উপস্থিত পুলিশ সদস্যরা।

তবে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির কার্যালয়ের সামনের সড়কে বুধবার বিকেল থেকে রাখা প্রিজনভ্যান, সাঁজোয়া যান এখনও রয়েছে।

শুক্রবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ শুরু হবে।

প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বিকেলে বিএনপিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মহাসমাবেশের অনুমতির পর বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি মহানগর নেতাদের নিয়ে বৈঠকে বসেন। এতে মহাসমাবেশ প্রস্তুতি কমিটি ও শৃঙ্খলা কমিটির সদস্যরা ছিলেন।

মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, আমরা মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। দলের নেতা-কর্মীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনা সহকারে শান্তিপূর্ণ এই মহাসমাবেশে দলে দলে যোগ দেবেন। বিলম্বে হলেও আগামীকালের মহাসমাবেশে পুলিশ কর্তৃপক্ষের ইতিবাচক ভূমিকার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর