শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

সাংবাদিকদের কারণে বিদেশি রাষ্ট্রদূতেরা মাতব্বরি করেন: পররাষ্ট্রমন্ত্রী


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৭ জুলাই, ২০২৩ ৯:১৪ : অপরাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পুরনো ছবি
Rajnitisangbad Facebook Page

সাংবাদিকদের কারণে বিদেশি রাষ্ট্রদূতেরা বাংলাদেশের নানা অভ্যন্তরীণ বিষয়ে ‘মাতব্বরি’ করেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে যৌথ বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১২টি দেশের ঢাকা দূতাবাস ও ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশন। ওই বিবৃতিদাতা দেশগুলোর মধ্যে ছিল ইতালিও।

প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত রোম সফরে সরকারপ্রধান থেকে শুরু করে মন্ত্রী পর্যায়ে ওই বিবৃতি নিয়ে অসন্তোষ জানানো হয়েছে কি না—তা সাংবাদিকরা জানতে চান।
উত্তরে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘আমরা সেখানে এটা নিয়ে কিছু বলিনি। আমাদের ভদ্রতাজ্ঞান আছে। আপনি ময়লা নিয়ে আলাপ করবেন কেন ? আর আপনারা (সাংবাদিকরা) সব সময় ময়লা খোঁজেন। আপনাদের অভ্যাসটা খারাপ হয়ে গেছে।’

সাংবাদিকদের ‘ভালো জিনিস’ দেখার পরামর্শ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের কারণে বিদেশি রাষ্ট্রদূতেরা অতি সক্রিয়। রাষ্ট্রদূতগুলো বিভিন্ন রকমের অভ্যন্তরীণ বিষয়েও মাতব্বরি করেন। এটা আপনাদের কারণে। যেকোনোভাবে এটা একটা সংস্কৃতি তৈরি হয়েছে অনেক দিনের। এখন সময় এসেছে এটা বন্ধ করার।’

এর দায় কি রাজনীতিবিদদের নেই-এমন প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, ‘অনেক দিন ধরে এটা তৈরি করেছেন। আমরা এ কালচারটা পছন্দ করি না।’

অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের বক্তব্য বা হস্তক্ষেপ বন্ধে সরকার কোনো উদ্যোগ নিয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি প্রধানমন্ত্রীর রোম সফরে ইউরোপে নিযুক্ত বাংলাদেশি দূতদের নিয়ে বৈঠকের কথা তুলে ধরেন।

আব্দুল মোমেন বলেন, ‘আমাদের দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে একটা বৈঠক করেছি। সেখানে আমরা বলেছি, আমাদের দেশ সম্পর্কে অনেক দেশের জ্ঞান সীমিত। আমরা বিভিন্ন ইস্যুতে মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন কমিশন-এসব নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রায় ১০টি বিশেষ ব্রিফ তৈরি করেছে। এমনকি আগুনসন্ত্রাসী নিয়েও বই তৈরি করেছি আমরা। আমরা বলেছি, আপনারা (বাংলাদেশি দূত) ওদের (বিদেশি) সঙ্গে শেয়ার করবেন, জানান দেবেন। এগুলো নিয়ে জানাবেন। তাতে তারা আহমকের মতো হঠাৎ করে বিবৃতি দেবে না।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর