রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৬ জুলাই, ২০২৩ ৯:২২ : অপরাহ্ণ
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীতে ডাকা মহাসমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার নয়াপল্টনে করার ঘোষণা দিয়েছে বিএনপি।
আজ বুধবার রাতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসি বিএনপি শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার বেলা ২টায় নয়াপল্টনে পূর্বঘোষিত মহাসমাবেশের ঘোষণা দিচ্ছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আশা করি, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে কোন প্রতিষ্ঠান বাধার সৃষ্টি করবে না। আসন্ন নির্বাচনকে সামনে রেখে যে কোন গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করার অপচেষ্টা দেশবাসী মেনে নেবে না। এমন অপচেষ্টার সঙ্গে নিয়োজিতরা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টিকারী হিসেবেই বিবেচিত হবেন।’
সরকারবিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে গত ২২ জুলাই ঢাকায় তারুণ্যের সমাবেশে ২৭ জুলাই মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি।
২৭ জুলাইয়ের মহাসমাবেশের জন্য বিএনপির পক্ষ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে অনুমতি চেয়েছিল বিএনপি।
বৃহস্পতিবার কর্মদিবস হওয়ায় বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেয় পুলিশ। তবে বিএনপি সময় একদিন পিছিয়ে নয়াপল্টনেই এই সমাবেশ করার ঘোষণা দিলো।
সংবাদ সম্মেলনে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।