বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

কৃষিমন্ত্রীর হাতে সরকারের পদত্যাগের লিফলেট দিলেন বিএনপি নেতা


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২১ জুলাই, ২০২৩ ৭:৪২ : অপরাহ্ণ
জুমার নামাজের পর কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের হাতে লিফলেট তুলে দেন বিএনপি নেতা মিলন। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ঢাকাসহ সারা দেশের মসজিদে আজ শুক্রবার সরকারের পদত্যাগ ও নির্বাচনকালে নির্দলীয় সরকারের এক দফা দাবির লিফলেট বিতরণের কর্মসূচি ছিল বিএনপির।

পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন মসজিদেও এই লিফলেট বিতরণ করেন দলের নেতারা।

ঢাকার সার্কিট হাউজ রোডের টিপটপ মসজিদে জুমার নাজামের পর কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের হাতেও এ লিফলেট তুলে দেন গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলন।

এ প্রসঙ্গে ফজলুল হক মিলন বলেন, ‘আজ জুমার নামাজের পর লিফলেট বিতরণের কেন্দ্রীয় কর্মসূচি ছিল। এ উপলক্ষে আমি সার্কিট হাউজ রোডের মসজিদে লিফলেট বিতরণ করেছি। নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক সাহেবের হাতেও লিফলেট তুলে দিয়েছি। আমি বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনসহ আরও অনেক ভিআইপির হাতেও লিফলেট তুলে দিয়েছি।’

তিনি বলেন, ‘আমার বাসাও এই এলাকায়। ঢাকায় থাকলে টিপটপ মসজিদে নামাজ পড়ি। আজকেও নামাজ পড়েছি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নামাজ শেষে লিফলেট বিতরণ করেছি।’

লিফলেট নিয়ে খাদ্যমন্ত্রী কোনো কথা বলেছেন কি-না জানতে চাইলে ফজলুল হক মিলন বলেন, ‘না, তিনি কোনো কথা বলেননি। হাসি দিয়ে চলে গেছেন। আসলে আমি লিফলেট ওই মসজিদের মুসল্লিদের হাতে তুলে দিয়েছি।’

গত বুধবার দুই দিনের পদযাত্রা শেষে লক্ষ্মীপুরে কৃষক দলের এক নেতার হত্যার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। পরদিন বৃহস্পতিবার ছিল ঢাকাসহ সারাদেশে শোকমিছিল এবং আজ ছিল জুমার নামাজের পর লিফলেট বিতরণ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর