রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

শেখ হাসিনার পদত্যাগ করার প্রশ্নই আসে না: কাদের


আজ বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা পূর্ব সমাবেশে বক্তব্য দেন ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৮ জুলাই, ২০২৩ ৭:২৭ : অপরাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদ ভাঙবে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনার পদত্যাগ করার প্রশ্নই আসে না।’

আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে ‘শান্তি ও উন্নয়ন শুভাযাত্রা’র আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আমেরিকানরা আসছে, মনে করছে তারা তত্ত্বাবধায়ক দেবে, সংলাপ করতেই হবে এ কথা বলবে। শেখ হাসিনার পদত্যাগ আমেরিকানরা চাইবে। তারা এলো, চলে গেল। বিএনপিকে দিয়ে গেল একটা ঘোড়ার ডিম। তারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা বলেনি। আদালত অনেক আগেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল আজকে কী বলেছেন? পদযাত্রা জয়যাত্রা, বিজয়যাত্রা। আসলে পদযাত্রা হলো পরাজয়যাত্রা আর পতনযাত্রা।’

আরও পড়ুন: শুধু পদযাত্রা নয়, এটি বিজয় যাত্রা: ফখরুল

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের যত শয়তানের দল আছে, বাংলাদেশের সব শয়তানের দলের আসল ঠিকানা হচ্ছে বিএনপি। শয়তানের ৩৬ দল মিলিত হয়েছে। কয়দিন থাকবে? ছিল ৫৪ দল, নামতে নামতে সব মিলিয়ে ৩৬ দল। ওই দিন বলে ২৬, আবার বলে ৩৬। দফা একটা, আবার বলে ৩২টা। দফা আসলে কি। যাদের দফার ঠিক নাই, ঐক্যের ঠিক নাই। আজ এক ঐক্যজোট, কাল আরেক ঐক্যজোট।’

নেতা-কর্মীদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘গায়ে পড়ে কারও সঙ্গে গোলমাল করবেন না। আমাদের ধৈর্য ধরার সময়, আমরা বিজয়ী হব। আমরা কেন গোলমাল করবো? পরিবেশ যত শান্ত থাকবে, আমাদের তত সুবিধা। কাজেই পরিবেশ যাতে অশান্ত না হয়, কারও উসকানিতে আপনারা সাড়া দেবেন না। চুপচাপ নিজেদের প্রোগ্রাম চালিয়ে যান। তারা গায়ে পড়ে ঝগড়া বাঁধাবে।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর