সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা মতামত

বিএমপি, বিএনফি, বিএনপিপি (!)


আসিফ নজরুল প্রকাশের সময় :১৭ জুলাই, ২০২৩ ৩:০১ : অপরাহ্ণ
আসিফ নজরুল
Rajnitisangbad Facebook Page

মনে হচ্ছে, নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে হলে রাজনৈতিক দলের কোনো সাংগঠনিক শক্তি বা সমর্থনের দরকার নেই। দলটিকে শুধুমাত্র নীচের শর্তগুলো পূরণ করতে হবে।

ক) দলের নাম রাখতে হবে এরকম:
* বিএমপি, * বিএনফি, * বিএনপিপি, * বিএনএনপি
খ) সেই দলে বিএনপির ছোট সাইজের হলেও একজন নেতা রাখতে হবে বা সামরিক বাহিনীর কোনো অবসরপ্রাপ্তকে।
গ) সেই দলকে শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নিতে হবে।

উপসংহার: যেই বীজ সেই ফসল। ভুয়া দল নিবন্ধন পায় ভুয়া নির্বাচন কমিশন থেকেই। এমন একটা কমিশন সুষ্ঠু নির্বাচন করবে এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য নয়।

আরও পড়ুন: গণঅধিকার পরিষদ, এবি পার্টিসহ ১০ দল নিবন্ধন পাচ্ছে না

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর