শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

২২ জুলাই চট্টগ্রামে সমাবেশের ডাক জামায়াতের



রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১৬ জুলাই, ২০২৩ ৯:০৫ : পূর্বাহ্ণ

সিলেটে অনুমতি না পাওয়ার পর এবার চট্টগ্রাম নগরীতে সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। ১০ দফা দাবিতে আগামী ২২ জুলাই নগরীর লালদীঘি মাঠে এই সমাবেশ করতে চায় দলটি।

এই কর্মসূচির অনুমতির জন্য গতকাল শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কাছে লিখিত আবেদন করেছে জামায়াতের আইনজীবী প্রতিনিধিরা।

গতকাল সিলেটে সমাবেশ করতে চেয়েছিল জামায়াত। কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় দলটি সেখানে সমাবেশ করতে পারেনি।

তবে ২১ জুলাই সিলেটে আবার সমাবেশের অনুমতি চেয়েছে জামায়াত। সিলেটের একদিন পর চট্টগ্রামেও সমাবেশের ডাক দিয়েছে দলটি।

এর আগে গত ১০ জুন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করে জামায়াত। মূলত ঢাকায় অনুমতি পাওয়ার পর দেশের অন্য জেলায়ও সমাবেশ করার পরিকল্পনা নিয়েছে দলটি।

এ লক্ষে সিলেট ও চট্টগ্রামে সমাবেশের কর্মসূচি চূড়ান্ত করেছে জামায়াত।

গতকাল দুপুর ১২টার দিকে জামায়াতের ১৩ সদস্যের একটি আইনজীবী প্রতিনিধিদল দামপাড়ায় সিএমপি কমিশনারের কাছে সমাবেশের অনুমতির জন্য লিখিত আবেদন নিয়ে যায়।

প্রতিনিধি দলের দুই সদস্য চট্টগ্রাম জেলা বারের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কবীর হোসেন ও অ্যাডভোকেট শামসুল আলম পুলিশ কমিশনারের কার্যালয়ে যান।

কিন্তু সিএমপি কমিশনার তাদের সঙ্গে সাক্ষাৎ করেননি। ১০ মিনিট অপেক্ষা করার পর জামায়াতের এই দুই আইনজীবী সেখান থেকে ফিরে আসেন। তবে সিএমপি কার্যালয়ের একজন কর্মকর্তা জামায়াতের আবেদনপত্র গ্রহণ করেন।

জানতে চাইলে সিএমপির বিশেষ শাখার উপকমিশনার মনজুর মোরশেদ বলেন, ‘আমরা জামায়াতের সমাবেশের অনুমতির আবেদনপত্র পেয়েছি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করবো। তদন্ত সাপেক্ষে তাদের অনুমতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জামায়াতের আইনজীবী প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া অ্যাডভোকেট শামসুল আলম বলেন, ‘চট্টগ্রাম জামায়াতের ঘাঁটি। তাই আমরা চট্টগ্রামে সমাবেশ করতে চাইছি। আশা করছি, সিএমপি কোনা বাহানা না করে আমাদের সমাবেশের অনুমতি দেবে। অনুমতি পেলে সমাবেশে লক্ষাধিক মানুষের জমায়েত করবো আমরা।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর