বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক, কী কথা হলো?


আজ সকালে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৫ জুলাই, ২০২৩ ১১:৩১ : পূর্বাহ্ণ

বিএনপির সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাকনির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল।

আজ শনিবার সকাল ৯টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে এই বৈঠক শেষ হয়।

বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ।

অন্যদিকে রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে ছিলেন ছয়জন।

বৈঠকে কী কথা হয়েছে সে বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘তারা (ইইউ) জানতে চেয়েছে, নির্বাচন সম্ভব কি না। আমরা বলেছি, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। কারণ নির্বাচনের আগেই বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ, ডিসিদের বদলি চলছে। বিএনপি নেতাদের শাস্তি দিয়ে তারা যেন নির্বাচন করতে না পারে এসব কাজ এখনো চলছে। অর্থাৎ ভোট চুরি প্রতিদিন চলছে। আগামী দিনেও তারা নির্বাচনকে নিয়ন্ত্রণ করে জোর করে ক্ষমতায় যাবে।’

আমীর খসরু দাবি করেন, ‘প্রতিনিধিদলের সদস্যরাও অতীতের নির্বাচন পর্যালোচনা থেকে মনে করেন, এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি না এমন প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এটা তাদের বিষয়। তবে পর্যবেক্ষক আসার কথা তখনই হয় যখন নির্বাচন হয়। কেউ বিশ্বাস করে না যে, বাংলাদেশের নির্বাচনগুলোতে জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করছে। তারা এখানে আসার উদ্দেশ্য পরিষ্কার করছে যে, বাংলাদেশে নির্বাচন হয় না।’

আমীর খসরু সাংবাদিকদের কাছে প্রশ্ন রাখেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে কেন বিদেশের বিভিন্ন প্রতিনিধিদলকে আসতে হচ্ছে? এটি যেমন দেশের মানুষের প্রশ্ন, বিশ্বের মানুষেরও প্রশ্ন। শুধু তাই নয়, যারা আসছেন তাদেরও প্রশ্ন— কেন তাদের আসতে হচ্ছে? দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে তাদের যেতে হচ্ছে না?’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের এই প্রাক-তথ্যানুসন্ধানী দলটি গত রোববার ভোরে ঢাকায় আসে। ২৩ জুলাই পর্যন্ত প্রতিনিধিদলের সদস্যরা ঢাকায় থাকবেন।

এই সময়ে ইইউ প্রতিনিধিদলটির সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, নিরাপত্তা কর্মকর্তা, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করার কথা রয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর