মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ | ৩১ বৈশাখ, ১৪৩১ | ৫ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে আ.লীগের বৈঠক, কী আলোচনা হলো


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৫ জুলাই, ২০২৩ ৩:০২ : অপরাহ্ণ
আজ দুপুরে রাজধানীর শেরাটন হোটেলে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল।

আজ শনিবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে দুপুর ১২টায় এ বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৈঠকে কী বিষয়ে কথা হয়েছে, জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা (ইইউ) বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের নিশ্চয়তা চেয়েছে। আমরাও অঙ্গীকার করেছি, আওয়ামী লীগ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে। নির্বাচনী ব্যবস্থা সংস্কারে তারা আশ্বস্ত হয়েছে।’

সংলাপ বা তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সংলাপ বা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। সংবিধান ও আইন মেনেই সুষ্ঠু নির্বাচন চায় ইইউ।’

বিএনপি প্রসঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘তাদেরকে (ইইউ) নিয়ে কোনো বিতর্ক করতে চাই না। সংলাপ কিংবা তত্ত্বাবধায়ক সরকার কোনো ইস্যুতেই তাদের সঙ্গে কথা হয়নি। সংবিধানের বাইরে নির্বাচনকেন্দ্রিক কোনো কিছুই মানি না।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জহির, প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত।

এর আগে সকালে বিএনপির সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি। সকাল ৯টায় বৈঠকটি শুরু হয় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে, যা চলে সাড়ে ১০টা পর্যন্ত।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর জন্য ছয় সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচনের আগে অবস্থা পর্যবেক্ষণ করতে ১৫ দিনের সফরে বাংলাদেশে এসেছে।

গত রোববার প্রতিনিধি দলটি ঢাকায় আসে। তাদের আগামী ২৩ জুলাই পর্যন্ত ঢাকায় অবস্থান করার কথা রয়েছে। এরই মধ্যে প্রতিনিধি দলটি সরকারের কয়েকজন উচ্চপর্যায়ের সদস্য, নিরাপত্তা কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেলসহ অনেকের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেছে।

আরও পড়ুন: বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক, কী কথা হলো?

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর