রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ১৫ জুলাই ২০২৩, ৮:১৪ অপরাহ্ণ
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পাল্টা এক দফার কড়া সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘তিনি (ওবায়দুল কাদের) বলেছেন, শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। ওবায়দুল কাদের সাহেব, আমরা আপনার কথা প্রত্যাখ্যান করছি। সমস্ত মানুষ যখন দলীয় সরকার বর্জন করে সুষ্ঠু নির্বাচন চাইছে, তখন আপনি বলছেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। তাহলে আর ভোটের দরকার কী?’
আজ শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ উত্তরে গেইটে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে মুফতি রেজাউল করীম বলেন, ‘২০১৮ সালে আপনি (শেখ হাসিনা) বলেছিলেন, আমরা একটি সুষ্ঠু নির্বাচন করবো। আমরা আপনার কথায় বিশ্বাস করে নির্বাচনে গেলাম, আর আপনি আমাদেরকে বোকা বানালেন। আমরাও বলছি, আমাদেরকে বারবার ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। আমরা দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবো না।’
আরও পড়ুন: আওয়ামী লীগেরও পাল্টা ‘এক দফা’ ঘোষণা
ইসলামী আন্দোলনের আমীর বলেন, ‘বহির্বিশ্ব আজ বাংলাদেশ নিয়ে যে তৎপরতা চালাচ্ছে তাতে দেশের মান সম্মান কিছুই অবশিষ্ঠ নেই। আজকে বিদেশিরা বাংলাদেশ নিয়ে নাক গলাচ্ছে। আওয়ামী লীগই তাদেরকে এই সুযোগ করে দিয়েছে। এই সরকারের কাছে দেশ যেমন নিরাপদ না, তেমনি এই সরকারে কাছে ইসলাম ও আলেম ওলামও নিরাপদ না।’
বিএনপির এক দফার আন্দোলনে ইসলামী আন্দোলনের সমর্থন রয়েছে জানিয়ে মুফতি রেজাউল করীম বলেন, ‘বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো সরকার পতনের যে এক দফা দাবি জানিয়ে আন্দোলন করছে আমরা নীতিগতভাবে এই আন্দোলনকে সমর্থন করছি এবং তাদের সঙ্গে আছি।’
চরমোনাই পীর বলেন, ‘রাজনীতির মানে কী? রাজনীতি মানুষ কেন করবে? রাজনীতি মানুষ করবে বৈষম্যমুক্ত সমাজ গড়তে। ভোট ও ভাতের ন্যায্যা অধিকার আদায়ের জন্য ১৯৭১ সালে যুদ্ধ হয়েছিল, স্বাধীনতার ৫২ বছরেও মানুষ তার ভোটের অধিকার পেল না। এই সরকার তো মানুষের ভোটে নির্বাচিত হয়নি। এরা দিনের ভোট রাতে ডাকাতি করে নির্বাচিত হয়েছে। তাই এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।’
সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান ও মুহাম্মাদ আমিনুল ইসলাম।