বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা স্বাস্থ্য

ডেঙ্গু হয়েছে কিনা বুঝবেন কীভাবে



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১২ জুলাই, ২০২৩ ৫:২৮ : অপরাহ্ণ

জ্বরের সঙ্গে নিচের ৭টির যে কোনো ২টি থাকলেই ডেঙ্গু সন্দেহ করবেন এবং ডাক্তারের দ্রুত পরামর্শ নেবেন।

১. তীব্র মাথাব্যথা
২. চোখে ব্যথা (বিশেষ করে পেছনের দিকে)
৩. হাড় বা মাংসে ব্যথা
৪. বমি বমি ভাব
৫. বমি
৬. চামড়ায় ফুসকুড়ি (rash)
৭. গ্ল্যান্ড ফুলে যাওয়া
৮. নিচের যে কোনো ওয়ার্নিং সাইন

মারাত্মক ডেঙ্গুর সতর্ক সংকেত (Warning signs)

ডেঙ্গু জ্বরের প্রথম লক্ষণ দেখা দেওয়ার ৩ থেকে ৭ দিনের মধ্যে কেউ কেউ মারাত্মক ডেঙ্গুর সংকটাপন্ন অবস্থায় চলে যেতে পারেন।

জ্বর কমে যাওয়া মানে এই নয় যে রোগ শেষ। বরং এটা হতে পারে শেষের শুরু। জ্বর ভালো হয়ে যাওয়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টা পরই বরং ব্লাড প্রেশার কমতে কমতে রোগী শকে চলে যেতে পারে বা লিভার, কিডনি, ফুসফুস, ব্রেন damage এর লক্ষণ শুরু হতে পারে। এটা রক্ত ক্ষরণেরও কাল। এ সময়ে তাই নিয়মিত বিরতিতে ব্লাডপ্রেসার চেক করতেই হবে।

সতর্ক সংকেত বা Warning sign গুলি নিম্নরুপ-

১. তীব্র পেট ব্যথা।
২. ক্রমাগত বমি (দিনে তিনবার বা তার চেয়ে বেশি)
৩. দাঁতের মাড়ি থেকে রক্তপাত
৪. রক্তবমি
৫. শ্বাসকষ্ট, দ্রুত শ্বাস
৬. অত্যধিক দুর্বলতা, অবসাদ বা অস্থিরতা।
৭. ল্যাবরেটরি টেস্টে একই সঙ্গে PCV (hematocrit) বেড়ে যাওয়া ও Platelet দ্রুত কমতে থাকা।
৮. ব্লাড প্রেশার কমে যাওয়া।

এ সতর্ক সংকেতের এক বা একাধিক দেখা দিলেই আপনাকে দ্রুত জরুরি বিভাগ/হাসপাতাল/চিকিৎসকের কাছে যেতে হবে।

তথ্যসূত্র: WHO, CDC

লেখক: ডা. আমিনুল ইসলাম

সহযোগী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর