শনিবার, ৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসলেন তামিম


ক্রীড়া প্রতিবেদন প্রকাশের সময় :৭ জুলাই, ২০২৩ ৬:০৫ : অপরাহ্ণ
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজাকে । ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর মান ভেঙেছে তামিম ইকবালের। অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। এর জন্য দেড় মাস সময় দেওয়া হয়েছে ৩৪ বছর বয়সী দেশসেরা ওপেনারকে।

এর আগে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসরের ঘোষণা দেন তামিম।

আজ শুক্রবার সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মাধ্যমে তামিমকে বঙ্গভবনে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া তামিমের স্ত্রী আয়শাও সঙ্গে ছিলেন। একই সঙ্গে বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনকেও ডাকা হয় সেখানে।

প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েক ঘণ্টার বৈঠকের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তামিম।

বঙ্গভবন থেকে বের হওয়ার পর সংবাদমাধ্যমকে তামিম বলেছেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বাসায় দাওয়াত করেছিলেন। ওনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে তুলে নিচ্ছি।’

তামিম আরও বলেন, ‘আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাঁকে না বলা আমার পক্ষে অসম্ভব। এতে পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’

নাজমুল হাসান পাপন বলেছেন, ‘তামিম অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। তবে যেহেতু সে ফিজিক্যালি ও মেন্টালি এখনও ফিট না, সে জন্য সে দেড় মাস সময় নিয়েছে। রিহ্যাবের পর খুব শীঘ্রই সে আবার ক্রিকেটে ফেরত আসবে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর