শনিবার, ১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

মালি থেকে বাংলাদেশি শান্তিরক্ষীদের ফেরত আসতে হবে: পররাষ্ট্রমন্ত্রী


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩ জুলাই, ২০২৩ ১১:৪৫ : অপরাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
Rajnitisangbad Facebook Page

মালিতে শান্তিরক্ষা মিশন বন্ধ হয়ে যাওয়ার ফলে বাংলাদেশি শান্তিরক্ষীদের দেশে ফেরত আসতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার সর্বসম্মতিক্রমে পশ্চিম আফ্রিকার দেশ মালি থেকে শান্তিরক্ষী বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের অনুমোদন দিয়েছে। এর ফলে দেশটিতে থাকা শান্তিরক্ষীদের মালি ছাড়তে হবে। সেখানে প্রায় দেড় হাজার বাংলাদেশি শান্তিরক্ষী রয়েছেন।

বাংলাদেশ বাহিনীকে ফেরত নিয়ে আসা হবে নাকি অন্য কোথাও নিয়োগ করা হবে, জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, বর্তমান প্রেক্ষাপটে তাঁরা ফেরত আসবেন। তবে অন্য কোথাও নিয়োগের প্রয়োজন হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে।

জাতিসংঘের অন্য মিশনের নিয়োগের বিষয়ে যোগাযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব সময় জাতিসংঘকে অনুরোধ করি যে, তাদের কোনো মিশন থাকলে বাংলাদেশিদের নিয়োগ দেওয়ার জন্য। আগামীতে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেলে এ ধরনের শান্তিরক্ষা মিশন থাকবে না।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর