বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয় পার্টি

জান বাঁচাতে ক্ষমতায় থাকতে চায় আ.লীগ : জি এম কাদের


জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ফাইল ছবি

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৬ জুন, ২০২৩ ৮:১৫ : অপরাহ্ণ

দেশে যেকোনো রাজনৈতিক পটপরিবর্তন আওয়ামী লীগের জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে-এই আশঙ্কায় সরকার যেকোনো উপায়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।

আজ সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক অনানুষ্ঠানিক আলোচনায় জি এম কাদের এ কথা বলেন৷

জি এম কাদের বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করছে। দল ও জান বাঁচাতে যেকোনোভাবেই ক্ষমতায় থাকতে চাইবে। কারণ আওয়ামী লীগের ধারণা, রাজনৈতিক পটপরিবর্তন তাদের জন্য ব্যাপক বিপর্যয় সৃষ্টি করতে পারে।’

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিদেশিদের চাপ আছে। বিদেশিরা চায় দেশে যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। যত দিন যাবে ততই পরিষ্কার হবে বিষয়টি। কারণ বিদেশিরা আরও চাপ দেবে এবং সরকার তার কতটা সহ্য করতে পারে। সরকার একধরনের চেষ্টা করবে, সরকারের বিরোধীরা একধরনের চেষ্টা করবে এবং বিদেশিরা একধরনের চেষ্টা করবে।’

আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বিপদে ফেলার চেষ্টা করছে অভিযোগ করে জি এম কাদের বলেন, ‘সরকার জাতীয় পার্টিকে দুর্বল করার জন্য চেষ্টা করছে। বিভিন্ন সূত্র থেকে আমাকে জানানো হচ্ছে, সরকারের বিভিন্ন সংস্থা জাতীয় পার্টির বিরুদ্ধে নেতিবাচক রিপোর্ট গণমাধ্যমের ওপর করতে চাপ সৃষ্টি করছে।’

সরকারবিরোধী নানা আন্দোলনে সাধারণ মানুষের সম্পৃক্ততা প্রসঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘এটা সময় বলে দেবে জনগণ ওই আন্দোলনে অংশ নেবে কি না।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর