রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আবহাওয়া

ঈদের দিন কোথায় বৃষ্টি হবে, জানালো আবহাওয়া অফিস


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৬ জুন, ২০২৩ ১০:৪৪ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ঈদুল আজহার দিন ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। অন্যদিকে দেশের দক্ষিণ এবং উত্তরাঞ্চলে বৃষ্টি কম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার ঈদের দিনের আবহাওয়া পরিস্থিতি নিয়ে এ তথ্য জানায় আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

ওমর ফারুক বলেন, ঈদের দিন ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা অঞ্চলে বৃষ্টিপাত বেশি থাকতে পারে। এছাড়া উপকূলীয় তিনটি বিভাগ বরিশাল, খুলনা ও চট্টগ্রাম রয়েছে, সেখানে এবং উত্তরের রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টি প্রবণতা কম থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, মধ্যাঞ্চলে হালকা থেকে মাঝারির মধ্যেই থাকতে পারে। ঈদের দিন অন্য জায়গায় যেমন একটু রোদ থাকবে, আবার বৃষ্টিও হবে। ঢাকায় রোদ থাকার সম্ভাবনা কম। বৃষ্টির সঙ্গে মেঘলা থাকবে ঢাকার আকাশ।

ওমর ফারুক বলেন, এখন দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয়। একই সঙ্গে একটি লঘুচাপের প্রভাবও সেখানে রয়েছে। লঘুচাপটি ধীরে ধীরে দূরে সরে যাবে। তাই আগামী দু-তিনদিনে সেখানকার বৃষ্টির প্রবণতাও কমে যাবে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর