শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

চীনে রেস্টুরেন্টে বিস্ফোরণ, ৩১ জনের মৃত্যু



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২২ জুন, ২০২৩ ১০:৪৩ : পূর্বাহ্ণ

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইনচুয়ানে একটি রেস্টুরেন্টে বিস্ফোরণে ৩১ জনের মৃত্যু হয়েছে।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় একটি বারবিকিউ রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইন লিক হয়ে যাওয়ার ফলে ওই বিস্ফোরণ হয়। বিকট শব্দ হয়ে মুহূর্তের মধ্যে গোটা রেস্তোঁরায় আগুন লেগে যায়।

খবরে জানানো হয়, বিস্ফোরণের সময় ওই রেস্তোঁরায় বহু মানুষ ছিলেন। ড্রাগন বোট ফেস্টিভ্যাল শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন তারা। মৃতরা সকলেই আগুনে পুড়ে মারা গেছেন।

চীনের সরকারি সংবাদ সংস্থা নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। এতে দেখা গেছে, ঘটনাস্থলেই অন্তত সাতজনের চিকিৎসা চলছে। আহতদের শরীর পুড়ে এবং কেটে গেছে। আরো কিছু মানুষকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ওই রেস্টুরেন্টে পাইপের মাধ্যমে তরল গ্যাস আসতো। ওই পাইপেই ফুটো হয়ে যায় বলে স্থানীয় কমিউনিস্ট পার্টির কমিটি জানিয়েছে।

চীনের টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে, রেস্তোঁরার সামনের রাস্তাতেও কাচ এবং ধ্বংসবশেষ ছড়িয়ে আছে। আশপাশের কয়েকটি বাড়িও কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মৃতদের জন্য শোকপ্রকাশ করেছেন।

কর্তৃপক্ষকে তিনি নির্দেশ দিয়েছেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অন্যান্য রেস্তোঁরার অবকাঠামোর দিকে নজর দেয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

সূত্র: ডয়চে ভেলে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর