বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা নির্বাচন

রাজশাহীতে বিপুল ভোটে জয়ী নৌকার প্রার্থী খায়রুজ্জামান লিটন


রাজনীতি সংবাদ প্রতিনিধি, রাজশাহী প্রকাশের সময় :২১ জুন, ২০২৩ ৯:০২ : অপরাহ্ণ
আবার রাজশাহী সিটির মেয়র নির্বাচিত হলেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এর মাধ্যমে টানা দ্বিতীয় মেয়াদে রাজশাহী সিটির মেয়র হলেন তিনি।

আজ বুধবার রাতে রাজশাহী সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী নৌকা প্রতীকে খায়রুজ্জামান লিটন পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৭৯৭ ভোট।

ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মুরশিদ আলম নানান অভিযোগ তুলে গত ১২ জুন নির্বাচন বর্জন করেলেও প্রতীক থেকেই গেছে। তার ব্যালটে পড়েছে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ হাজার ৩৯৩ ভোট।

জাকের পার্টির অ্যাডভোকেট লতিফ আনোয়ার গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৫৮৪ভোট। এছাড়া লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন পেয়েছে নয় হাজার ৪৫৭ ভোট।

নির্বাচনে কোথাও বড় ধরনের কোনো সহিংসতার তেমন খবর পাওয়া যায়নি। তবে রাজশাহী সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় চেয়ার ভাঙচুর করা হয়।

রাজশাহী সিটিতে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে এক লাখ ৭১ হাজার ১৬৭ জন পুরুষ এবং এক লাখ ৮০ হাজার ৮০৯ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটার ছয়জন।

এ ছাড়া ৩০টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১১১ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এএইচএম কামারুজ্জামানের ছেলে লিটন ২০০৮ সালে প্রথমবার রাজশাহী সিটির মেয়র নির্বাচিত হন। ২০১৮ সালে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮৭ হাজারেরও বেশি ভোট পেয়ে দ্বিতীয়বার নগরপ্রধানের আসনে বসেন তিনি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর