শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

খালেদা জিয়া আবার হাসপাতালে ভর্তি


গতকাল রাতে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৩ জুন, ২০২৩ ৮:২৮ : পূর্বাহ্ণ

অসুস্থ বোধ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত ১ টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে আনার আগে রাত পৌনে একটার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ফিরোজায় যান। পরে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসও সেখানে যান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হঠাৎ করে শারীরিক কিছু জটিলতার কারণে সোমবার রাত দেড়টার দিকে ম্যাডামকে (খালেদা জিয়া) হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত ২৯ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। তিনি লিভার, হার্ট, ফুসফুস ও চোখের সমস্যায় ভুগছেন। এছাড়া ডায়াবেটিস ও আথ্রাইটিসেও ভুগছেন খালেদা জিয়া।

পাঁচদিন হাসপাতালে ভর্তি থেকে ৪ মে বাসভবনে ফেরেন তিনি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর