রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ | ১৫ বৈশাখ, ১৪৩১ | ১৮ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি, নিহত ১


রাজনীতি সংবাদ প্রতিনিধি, কক্সবাজার প্রকাশের সময় :১৩ জুন, ২০২৩ ১:২৯ : অপরাহ্ণ
রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) ও আরএসও (রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন) সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এত মাথায় গুলিবিদ্ধ হয়ে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এইচ-৩২ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম বশির উল্লাহ। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এইচ-৩২ ব্লকের বাসিন্দা মৃত ফজু মিয়ার ছেলে।

নিহত ব্যক্তি বিবদমান কোনো গ্রুপের সদস্য কি না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরস্থ আইওএম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর