রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১০ জুন, ২০২৩ ৬:০৯ : অপরাহ্ণ
মানুষের অজান্তে দেশ শ্রীলঙ্কা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
তিনি বলেন, ‘শ্রীলঙ্কার মানুষ রাস্তায় নেমেছিল, বাংলাদেশে এখনও নামেনি। মূলত শ্রীলঙ্কার পুলিশ গুলি করে না, গুম করে না, শ্রীলঙ্কার পুলিশ মানুষের পক্ষে। বাংলাদেশের পুলিশ মানুষের পক্ষে না।’
আজ শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় যুব সংহতির কাউন্সিলে তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশে জি এম কাদের বলেন, ‘ব্যাংক, মেগা প্রজেক্ট সবকিছুতে লুটপাট করেন। বিভিন্ন দেশ থেকে লোন নিয়েছেন লুটপাটের জন্য। জনগণের মাথায় এই ঋণের বোঝা চাপিয়ে দিয়েছেন। আপনাদের কাছে যদি অর্থ থাকে, ডলার থাকে; তাহলে কেন কয়লা কিনেননি, কেন কাঁচামাল আমদানি করতে পারছে না ব্যবসায়ীরা? ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করা যায় না কেন?’
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অসহনীয় দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। সরকার দেশটাকে ঋণনির্ভর করে ফেলেছে। আগামী ৫০ বছর দেশের মানুষকে এই ঋণের বোঝা বইতে হবে। সরকার উন্নয়নের নামে লোনের বোঝা চাপিয়ে দিয়েছে জনগণের মাথায়। আমরা দেশটাকে শ্রীলংকা হতে দিতে পারি না।’
জিএম কাদের বলেন, ‘দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, মানুষ মনে করে আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে জাতীয় পার্টি নাটক করছে। আর এ কারণে অবিশ্বাস তৈরি হয়েছে।’
দল নিয়ে বেচাকেনা করতে দেয়া হবে না জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘যারা জাতীয় পার্টিতে থেকে আরেক দলের কথা বলেন তাহলে সেই দলে চলে যেতে পারেন। নেতা-কর্মীদের এত ত্যাগ অথচ কয়েকজন মানুষের জন্য আমরা দালাল পার্টি হিসেবে পরিচিত হচ্ছি। যারা দালালি করবেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’
সম্মেলনে জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ অনুষ্ঠানে বক্তব্য দেন।