মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ | ৩১ বৈশাখ, ১৪৩১ | ৫ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

আলোচনার সুযোগ নেই, একদিন পর বক্তব্য থেকে সরে দাঁড়ালেন আমু


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৭ জুন, ২০২৩ ৭:৩১ : অপরাহ্ণ
আমির হোসেন আমু
Rajnitisangbad Facebook Page

‘বিএনপির সঙ্গে প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনা হতে পারে’-গতকাল মঙ্গলবার এমন বক্তব্য দেয়ার পর আজ সেই অবস্থান থেকে সরে আসলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে কোনো দলের সঙ্গে আলোচনার সুযোগ নেই।’

আরও পড়ুন: বিএনপির সঙ্গে আলোচনায় রাজি সরকার, জানালেন আমু

আমির হোসেন আমু বলেন,‘নির্বাচনকে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আলোচনার জন্য কাউকে বলা হয় নাই, কাউকে দাওয়াত দেয়া হয় নাই। কাউকে আহ্বান করা হয় নাই। কাউকে আহ্বান করার সুযোগ নাই। এটা আওয়ামী লীগের বাড়ির দাওয়াত নয় যে, দাওয়াত করে এনে খাওয়াবো।’

আরও পড়ুন: আমুর বক্তব্য নাকচ, জাতিসংঘের মধ্যস্থতার প্রয়োজন নেই বললেন কাদের

১৪ দলের এই মুখপাত্র বলেন, ‘নির্বাচন নিয়ে ২০১৩ সাল থেকে বারবার ষড়যন্ত্র শুরু হয়েছিল। সেই নির্বাচনে জাতিসংঘ থেকে তারানকোকে (জাতিসংঘের সাবেক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো) পাঠানো হয়েছিল। আমাদের সঙ্গে বৈঠকে আমরা তাদের সামনে প্রমাণ করেছিলাম নির্বাচন না হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। একটি দেশের জন্য সাংবিধানিক শূন্যতা কাম্য হতে পারে না।’

আরও পড়ুন: জাতীয় নির্বাচন নিয়ে এবার সংলাপের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির প্রতি ইঙ্গিত করে আমির হোসেন আমু বলেন, ‘সেদিনও তোমরা আলোচনায় পরাজিত হয়েছিলে। তার মাধ্যমে আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছিল। ধারাবাহিকভাবে শেখ হাসিনা সরকার গঠন করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি জায়গায় আনতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। আজকেও নির্বাচন হবে সংবিধানের ভিত্তিতে। দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতে দেয়া যাবে না।’

আরও পড়ুন: সংলাপের আনুষ্ঠানিক প্রস্তাব পেলে জবাব দেবে বিএনপি: খসরু

আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেন, মতিয়া চৌধুরী, শাজাহান খান প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর