শুক্রবার, ১০ মে, ২০২৪ | ২৭ বৈশাখ, ১৪৩১ | ১ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৬ জুন, ২০২৩ ৩:২৭ : অপরাহ্ণ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
Rajnitisangbad Facebook Page

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে একান্তে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে মার্কিন দূতাবাসে প্রবেশ করেন মির্জা ফখরুল। দুপুর আড়াইটায় তিনি দূতাবাস থেকে বের হন।

আজকের বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির অন্য কোনো নেতা ছিলেন না। দলীয় একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে এ বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিএনপির নেতারা। তবে বৈঠক নিয়ে বিএনপির কেউ মন্তব্য করতে রাজি হননি।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে তার বাসভবনে বৈঠক করেন পিটার হাস। সেখানে আইনমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. সৈয়দ মুনতাসির মামুন উপস্থিত ছিলেন।

এর আগে গত রোববার দুপুরে পিটার হাসের সঙ্গে বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর