বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪

মূলপাতা বিএনপি

মির্জা ফখরুল আবারও করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৩ মে, ২০২৩ ১১:৫৭ : পূর্বাহ্ণ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আবারও  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মির্জা ফখরুল এ নিয়ে তৃতীয়বার করোনা আক্রান্ত হলেন। ২০২২ সালের ১১ জানুয়ারি তিনি প্রথম করোনা পজিটিভ হয়েছিলেন।

মির্জা ফখরুলের করোনা প্রতিরোধী চারটি টিকা নেওয়া আছে।

দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে বলেও জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির।

মন্তব্য করুন


আরও খবর