বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

খুলনায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, আহত ২০


খুলনা প্রেসক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিনিধি, খুলনা প্রকাশের সময় :১৯ মে, ২০২৩ ৬:২১ : অপরাহ্ণ

খুলনায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ বিএনপি নেতা-কর্মীদের লক্ষ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে।

আজ শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে খুলনা প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

‘সরকারের পদত্যাগ, মামলার প্রতিবাদ, গণগ্রেফতার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে’ খুলনা প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছিল বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সমাবেশে বিএনপি নেতাকর্মীদের একটি মিছিলে পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে বিএনপির ২০জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

খুলনায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, আহত ২০

এ ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম। হঠাৎ করে টিয়ারশেল-গুলি নিক্ষেপ করা হয়েছে। আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। আমাদের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার আছে সভা-সমাবেশ করার। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা কেন আসবে?’

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, ‘সমাবেশ পণ্ড করতে পুলিশ লাঠিচার্জ করে, গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে। অসংখ্য নেতাকর্মী আহত হয়। তাদের বিভিন্ন ক্লিনিকে নেওয়া হচ্ছে।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বলেন, খুলনা প্রেসক্লাব চত্বরে বিএনপি নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে দিয়ে সমাবেশ করছিলো। সমাবেশের একপর্যায়ে তারা আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। ফলে আমরা টিয়ারশেল এবং কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হই।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর