শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বাণিজ্য

পেঁয়াজের বাজারে আগুন, দু’সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে দ্বিগুণ


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৯ মে, ২০২৩ ২:৩৭ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

পেঁয়াজের বাজারে আগুন। দাম বাড়তে বাড়তে ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। পেঁয়াজের ভরা মৌসুম হলেও মাত্র দু-সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ বেড়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা দরে।

দু’এক দিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানি করবে সরকার। এমনটিই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ শুক্রবার রংপুরে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টিপু মুনশি বলেন, ‘পেঁয়াজের দাম বেড়েছে। আমরা লক্ষ্য রাখছি। আপাতত ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। যদি দু-একদিনের মধ্যে দাম না কমে তাহলে পেঁয়াজ আমদানি করা হবে।’

রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার ও যাত্রাবাড়ীর শনির আখড়া কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা দরে, যা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৭০ টাকা।

এর আগের সপ্তাহে পেঁয়াজ বিক্রি হয়েছিল প্রতি কেজি ৩৫-৪০ টাকা কেজি দরে।

কেন দ্বিগুণ দাম বাড়ছে-এমন প্রশ্নে রাজধানীর বৃহত্তম পাইকারি বাজার মৌলভীবাজারের ব্যবসায়ীরা সরবরাহ কমের অজুহাত দিয়েছেন।

পাইকারি বিক্রেতা রাকিব হোসেন বলেন, ‘আমদানির অনুমতি না থাকায় পেঁয়াজের দাম বাড়তেছে। সরবরাহ যদি ভালো না থাকে, তবে তো দাম বাড়বেই। সরকার যত তাড়াতাড়ি আইপি দেবে, তত তাড়াতাড়ি বাজার স্বাভাবিক হবে। অন্যথায় আগামী সপ্তাহে দাম আরও বাড়বে। দেখা যাবে আগামী সপ্তাহে পাইকারি বাজারে পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।’

পেঁয়াজের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা।

কারওয়ান বাজারের ক্রেতা আরিফুল সরদার বলেন, ‘একটার পর একটা পণ্য নিয়ে বাজার অস্থির থাকছেই। এসব নিয়ে আর পারি না। বাজার ব্যবস্থা একটা সুন্দর কাঠামোতে চলুক এটাই চাই। পেঁয়াজের দাম যেন আবার দুইশর ঘরে না যায়, তার আগেই পদক্ষেপ নেওয়া হোক।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর