শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

তারা কার পয়সায় আন্দোলন করছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর


সোমবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৫ মে, ২০২৩ ৬:২৭ : অপরাহ্ণ

বিরোধীদলের চলমান আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কার পয়সায় এই আন্দোলন করছে? এতো টাকা কোথায় পাচ্ছে? এই যে এতো এতো লোক নিয়ে আসে, আর প্রতিদিন মাইক লাগিয়ে বক্তৃতা দিচ্ছে, এটা তো এমনি এমনি বিনা পয়সায় হচ্ছে না। বাংলাদেশের মানুষ কি অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না? ’

আজ সোমবার বিকেলে সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের অভিজ্ঞতা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিরোধীদলগুলোকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আন্দোলন করুক কোনো আপত্তি নেই, কিন্তু জ্বালাও-পোড়াও এবং মানুষ হত্যা করলে তাহলে তাদের ছাড়বো না। মানুষের ক্ষতি আর করতে দেবো না।’

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকালে একটি অনুষ্ঠানস্থলের বাইরে বিক্ষোভকারীদের আলোচনায় ডাকার প্রসঙ্গ টেনে প্রশ্ন করা হয়-ঢাকার আন্দোলনকারীদেরও এভাবে আলোচনায় ডাকা হবে কিনা?

এই প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আলোচনায় কীসের জন্য ডাকতে হবে? তাদের ডিমান্ডই (দাবি) তো ঠিক নেই। যুক্তরাজ্যে যারা ছিলেন, তখন বৃষ্টি নেমেছিল। আমি ভাবলাম বাংলাদেশের প্রবাসী, তারা বৃষ্টিতে ভিজবে… তার চেয়ে তাদের ডাকি, কী বলতে চায় শুনি। এখন ঢাকায় বা বাংলাদেশে যারা, তাদের যদি বৃষ্টিতে ভেজা শখের মধ্যে থাকে, তারা থাকুক।’

নির্বাচনের বিষয়ে প্রশ্ন করলে জবাবে শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন আসছে, ভয় পাব কেন? আমি জনগণের জন্য কাজ করেছি। জনগণ যদি চায়, আমরা আছি, না চাইলে নেই।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘ব্রিটেনে যেভাবে ইলেকশন করে, আমরাও সেভাবে ইলেকশন করবো। পার্লামেন্টে যে সদস্যরা আছে, তারা যদি নির্বাচনকালীন সরকারে আসতে চায়; তাহলে আমরা আছি। এর আগেও আমরা নিয়েছি। এমনকি, ২০১৪ সালে খালেদা জিয়াকে আহ্বান করেছি, তাও তো তিনি অসেনি। তারাও (বিএনপি) তো এখন পার্লামেন্টে নেই। তারা মাইক লাগিয়ে বলে সরকার হটাবে। আমরা তো তাকে কিছু বলছি না, আমাদের সময় কি নামতে দিয়েছে?’

র‌্যাবের ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের স্যাংশনের (নিষেধাজ্ঞা) বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই। আমাদের সব জমি আবাদ করবো, আমরা অন্যের ওপর নির্ভর করবো না। আমরা নিজেদেরটা দিয়ে নিজেরা চলবো। অনাবাদী জমি সব চাষ করে, যা আসে।’

সরকারপ্রধান বলেন, ‘কথা নাই বার্তা নাই, আমাদের নিষেধাজ্ঞার ভয় দেখাবে, আমরা ভয় নিয়ে বসে থাকবো। কেন? আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ, আমাদের দেশের মানুষই নিজের দেশের বিরুদ্ধে বদনাম করে। আমাদের কথা পরিষ্কার-যারা আমাদের ওপর নিষেধাজ্ঞা দেবে, ওসব দেশের কাছ থেকে আমরা কিছুই কিনবো না। অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে আমি এই সিদ্ধান্ত দিয়ে দিয়েছি।’

দেশের রিজার্ভ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘দেশের রিজার্ভ এখন যে পর্যায়ে আছে, তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ দেখছি না। ডলার সংকট এখন পুরো বিশ্বব্যাপী, এটা শুধু বাংলাদেশে না। তিন মাসের খাদ্য কেনার মত ডলারটা যেন আমাদের হাতে থাকে। ওইটা নিয়েই রিজার্ভের জন্য চিন্তা। এ ছাড়া রিজার্ভের এতো চিন্তা না।’

ঘূর্ণিঝড় নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এমনই প্রস্তুতি নিলাম যে, ঘূর্ণিঝড় আঘাত হানারই সাহস পেলো না। তবে হ্যাঁ, ঘূর্ণিঝড় একটার পর আবার আসে। সতর্ক থাকতে হবে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর