রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৪ মে, ২০২৩ ৮:১৬ : অপরাহ্ণ
বাংলাদেশের কক্সবাজার উপকূল অতিক্রম করে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন প্রদেশে আছড়ে পড়েছে। শক্তিশালী এই ঝড়ের তাণ্ডবে মিয়ানমারে তিনজনের মৃত্যু এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
মিয়ানমারের সেনা তথ্য অফিস জানিয়েছে, ঝড়ে সিটুয়ে, কিয়াউকপিউ ও গওয়া শহরে ঘরবাড়ি, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মোবাইল ফোনের টাওয়ার, নৌকা ও ল্যাম্পপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাখাইনভিত্তিক সংবাদমাধ্যমগুলো বলেছে, সিটুয়ের নিচু এলাকার বাড়িঘর, রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এসব এলাকার মানুষজন বাড়িতে আটকা পড়েছেন। এমনকি ঝড়ে টাওয়ার ভেঙে পড়ায় অধিকাংশ এলাকায় টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ঘূর্ণিঝড়ের কারণে সিটুয়ে শহরের ৪ হাজার বাসিন্দাকে অন্য শহরে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া আরও ২০ হাজার মানুষ শহরের উঁচু এলাকায় অবস্থিত মঠ, প্যাগোডা ও স্কুলে আশ্রয় নিয়েছেন।
আরও পড়ুন: সেন্টমার্টিনে মোখার তাণ্ডব, লন্ডভন্ড ঘরবাড়ি