বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪

মূলপাতা আন্তর্জাতিক

মিয়ানমারে রেড অ্যালার্ট, বাড়িঘর ছেড়েছে রাখাইনের লাখো মানুষ


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৪ মে, ২০২৩ ১:০৬ : অপরাহ্ণ
মিয়ানমারের একটি আশ্রয়কেন্দ্রে জড়ো হওয়া রাখাইন রাজ্যের বাসিন্দারা।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা আজ রোববার বিকেলে মিয়ানমারের রাখাইন রাজ্যে আঘাত আনার শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে মিয়ানমারের কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট (সর্বোচ্চ স্তরের সতর্কতা) জারি করেছে জান্তা সরকার।

সর্বোচ্চ ঝুঁকিতে থাকা রাখাইন রাজ্য থেকে সরিয়ে নেয়া হয়েছে ১ লাখের বেশি মানুষকে।

আজ শনিবার মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতী এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের আশঙ্কা, ঘূর্ণিঝড়ে দেশটির ৬০ লাখ বাসিন্দা ক্ষতিগ্রস্ত হতে পারেন।

বিশ্ব আবহাওয়া সংস্থার পূর্বাভাসে বলা হয়েছে, মিয়ানমার উপকূলে আঘাত হানার সময় ঝড়টির বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার।

মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, আজ রোববার বিকেলে রাখাইনের সিট্যুয়ের কাছে আঘাত হানতে পারে এবং এর আগেই লক্ষাধিক রাখাইন বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়েছেন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে মিয়ানমারে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে যাচ্ছে বলে সেই দেশের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

খবরে বলা হয়েছে, রাখাইনের সিট্যুয়ের পাশাপাশি কিয়াউকফিউ, মংডু, রাথেদাউং, মাইবোন, পাউকতাও এবং মুনাং শহরে লাল সতর্কতা জারি করেছে মিয়ানমারের জান্তা। এছাড়া এই শহর ও এলাকাগুলোতে একই সতর্কতা জারি করেছে দেশটির ক্ষমতাসীন জান্তা-বিরোধী বেসামরিক জাতীয় ঐক্য সরকার।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখার মূল আঘাত হবে মিয়ানমারে, ঝুঁকি কমেছে বাংলাদেশে

মন্তব্য করুন


আরও খবর