বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

বাংলার মাটিতে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না: কাদের


শনিবার বিকেলে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৩ মে, ২০২৩ ৮:০১ : অপরাহ্ণ

জনগণের হাত থেকে রক্ষা পেতে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে সেইফ এক্সিট করবে-বিএনপি নেতাদের এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ওবায়দুল কাদের।

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা আপনাদেরকে (বিএনপি) বলছি, সেইফ এক্সিট চাইলে নির্বাচনে আসুন। নির্বাচনের মধ্য দিয়ে সেইফ এক্সিট কারা নেবে তা জনগণ ঠিক করবে। তাই নির্বাচন ছাড়া সেইফ এক্সিট হবে না। কিন্তু বাংলার মাটিতে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না।’

আজ শনিবার বিকেলে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ‘দেশবিরোধী ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের’ প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনেও নেতা নেই, নির্বাচনেও নেতা নেই। নেতা ছাড়া আন্দোলন বা নির্বাচন হয় না। গত ১১ বছরে বিএনপির কোনো সম্মেলন হয়নি। লন্ডন থেকে কমিটি গঠিত হয়, আর এখানে তার কার্যক্রম চলে। অথচ আমাদের দলে নির্দিষ্ট সময় পরপর সম্মেলন হয়। আসলে বিএনপির মধ্যে কোনো গণতন্ত্র নেই, নির্বাচন নেই। আসলে তারা ভুয়া।’

মির্জা ফখরুল ইসলামের উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘তিনি স্বঘোষিত মহাসচিব। লন্ডন থেকে যেমন নাচায়-তেমনি নাচে, পুতুলের কী দোষ? আসলে তারা পুতুল নাচের খেলায় মেতেছে। বাংলাদেশে আন্দোলন হয়, আর আন্দোলনের ডাক আসে লন্ডনের টেমস নদীর পাড় থেকে। আন্দোলনের ডাক দেয় কে? যে একজন দণ্ডপ্রাপ্ত আসামি। যে রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে।’

আরও পড়ুন: শুধু সমুদ্রে নয়, রাজনীতিতেও ঝড় উঠেছে: ফখরুল

ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমান আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনলাইনে প্রতিদিনই কথা বলে যাচ্ছে। এটা আইনের দৃষ্টিতে সে অপরাধ করে যাচ্ছে। আর এই অপরাধের সঙ্গে তাল মেলাচ্ছেন মির্জা ফখরুল।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সফর নিয়ে বিএনপি মিথ্যাচার করছে-এমন অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘‘পল্টনে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ আমাদের প্রধানমন্ত্রীর সফর নিয়ে মিথ্যাচার করছে। তিনি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নাকি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কোনো বৈঠক হয়নি। বৈঠক না হলে এই কথাগুলো কীভাবে আসলো? তারা আরও বলেছে, শেখ হাসিনা নাকি নিজের ক্ষমতা ধরে রাখতে বিদেশে গেছেন। আওয়ামী লীগ কখনও নালিশ করে না। আমরা গণতন্ত্রে ও জনগণের ভোটে বিশ্বাস করি। বিএনপি মিথ্যাচার করছে কারণ সরকারের উন্নয়ন নিয়ে তাদের ভেতর অন্তর্জ্বালা চলছে।’’

ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশিরা আমাদের নির্বাচন নিয়ে কোনো হস্তক্ষেপ করতে পারে না। তারা আমাদের সহযোগিতা বা পরামর্শ দিতে পারে। কিন্তু কারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তা ঠিক করে দিতে পারে না। বাংলাদেশে সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে।’

বিএনপির বিভিন্ন জোট গঠন নিয়ে সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির ঐক্যজোটে ভাঙনে সুর বাজছে। কতো দল হলো, ৫৪ দল আরও কতো কী। শেষমেষ ভিপি নুর চলে গেছে, রেজা কিবরিয়া চলে গেছে তাদের জোট ছেড়ে। তারা এ জোটকে পছন্দ করছে না। ভেতরে ভেতরে আরও কতো দল জোট ভেঙে চলে যাবার প্রস্তুতি নিচ্ছে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর