শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় আতঙ্কের মধ্যে কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ভূমিকম্প



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১২ মে, ২০২৩ ৬:৪৫ : অপরাহ্ণ

ঘূর্ণিঝড় মোখা আতঙ্কের মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাতে পর পর তিনবার ভূমিকম্পে কেপে উঠেছে মিয়ানমার। এর মধ্যে একটি বাংলাদেশের কক্সবাজার ও অপরটি খাগড়াছড়ি সীমান্তের কাছে সংঘটিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিট থেকে ৩টা ৫৫মিনিটের মধ্যে এই ভূমিকম্পগুলো সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

সংস্থাটির তথ্যমতে, সবশেষ ভূকম্পনটি বৃহস্পতিবার দিবাগত গভীর রাত ৩টা ৫৫মিনিটে মিয়ানমারের অভ্যন্তরে সংঘটিত হয়। এটি ছিল ২ দশমিক ৪ মাত্রার ভূকম্পন। যা মাটির ৬৬ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

এর আগে রাত ২টা ১৪ মিনিটে কক্সবাজারের কাছে মিয়ানমারের অভ্যন্তরে ৪.৫ মাত্রার একটি ভূকম্পন হয়। এটি মাটির ৬২ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

এদিন সর্বপ্রথম ভূকম্পনটি হয় রাত ১২টা ৪৫ মিনিটে। ৩.৫ মাত্রার এই ভূকম্পনটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয় বলে জানিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থাটি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে, শুধু এই তিনটি নয়, গত এক সপ্তাহে মিয়ানমারের এই অঞ্চলে অন্তত ৬টি ভূমিকম্প রেকর্ড করেছে সংস্থাটি।

আরও পড়ুন: উপকূলের দিকে আরও এগিয়েছে ঘূর্ণিঝড় মোখা, বাড়লো হুঁশিয়ারি সংকেত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর