রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১০ মে, ২০২৩ ৬:১৮ : অপরাহ্ণ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রধান (পিটিআই) ইমরান খানকে আট দিনের রিমান্ড দিয়েছে আদালত।
আজ বুধবার ইসলামাবাদ পুলিশ লাইনে গঠিত বিশেষ আদালতে তোলা হয় তাকে। আল কাদির ট্রাস্ট মামলায় আদালত ইমরান খানের আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পাকিস্তানের গণমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়, পিটিআই চেয়ারম্যান ইমরান খানের ১৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে জাতীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। শুনানি শেষে বিচারক ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ইসলামাবাদ পুলিশ লাইনে গঠিত বিশেষ আদালতে এই মামলার শুনানি হয়। গত সোমবার এই স্থানকে আদালতের মর্যাদা দেয়া হয়।
মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে ইমরান খানকে গ্রেপ্তার করে দেশটির আর্থিক অপরাধ সংক্রান্ত জাতীয় ব্যুরো (এনএবি)।
এদিন পিটিআই চেয়ারম্যান তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক এফআইআরের জামিন চাইতে ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন। সেখান থেকে রেঞ্জার্স কর্মীরা তাকে হেফাজতে নেয়।
আরও পড়ুন: বিক্ষোভে ফেটে পড়েছে পাকিস্তান, পাঞ্জাবে সেনা মোতায়েন
পরে ওইদিন রাতেই ইমরান খানকে ইসলামাবাদ পুলিশ লাইনসে বিচারকদের সামনে হাজির করা হয়। সেখানে তার জন্য অস্থায়ী আদালত বসে।
প্রসঙ্গত, ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে সরকারপ্রধান হিসেবে পাওয়া উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেননি বলে অভিযোগ রয়েছে।
দেশটির নির্বাচন কমিশনের করা এই মামলা তোশাখানা মামলা হিসেবে পরিচিত। গত বছর অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর হওয়া এই মামলা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার