রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ৫ মে ২০২৩, ১০:০২ পূর্বাহ্ণ
ইস্পাত খাতের প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপ অব কোম্পানি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের এইচআর বিভাগে জনবল নিয়োগ দেবে।
নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। ১০ মে পর্যন্ত আবেদন করা যাবে।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ, এইচআর।
পদের সংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস। তবে স্নাতকোত্তর পাস করলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অন্যান্য যোগ্যতা: যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিং জানতে হবে। এমএস অফিসের কাজে দক্ষ হতে হবে। বাংলাদেশ শ্রম আইন বিষয়ে ধারণা থাকতে হবে। ম্যানেজমেন্ট বিষয়ে দক্ষ হতে হবে। গ্রুপ অব কোম্পানিজ, ম্যানুফেকচারিং বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে।
বয়সসীমা: ২৫-৩৫ বছর।
অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট কাজে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: চট্টগ্রাম ও মিরসরাই।
বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে: প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।
চাকরির খবর আরও পড়ুন