বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা ইসলামী দল

‘ভারতেকে চট্টগ্রাম ও মোংলা বন্দরের ট্রানজিট দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে’


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম চরমোনাই পীর।

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৮ এপ্রিল, ২০২৩ ৭:৪৭ : অপরাহ্ণ

চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর দিয়ে একতরফা ভারতমুখী ট্রানজিট ও করিডোর দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

আজ শুক্রবার এক বিবৃতিতে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর দিয়ে একতরফা ভারতমুখী ট্রানজিট ও করিডোর দেওয়ার সিদ্ধান্তে তিনি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

চরমোনাই পীর এ চুক্তির তীব্র সমালোচনা করে বলেন, একটি স্বাধীন দেশের সব স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতকে একতরফা ট্রানজিট প্রদান দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে। বাংলাদেশের বিভিন্ন সীমান্তে একের পর এক বাংলাদেশি হত্যা করে লাশ উপহার দিচ্ছে বিএসএফ। জোরালো কোনো প্রতিবাদ পর্যন্ত বাংলাদেশ সরকার করেনি। এ ধরনের দুর্বল পররাষ্ট্র নীতির কারণে ভারত বাংলাদেশকে তোয়াক্কাই করছে না। আর আমাদের সরকার ভারতকে সবকিছু উজার করে দিচ্ছে এ যেন ভারতের প্রতি নিরঙ্কুশ ভালোবাসার বহিঃপ্রকাশ। অবিলম্বে এ সর্বনাশা ট্রানজিট বাতিল করতে হবে।

তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সীমানা রক্ষায় দেশপ্রেমিক ঈমানদার জনতাকে জেগে ওঠার আহ্বান জানান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর