শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আইন-আদালত

সাবেক এসপি বাবুল ও সাংবাদিক ইলিয়াসসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট


সাবেক এসপি বাবুল আক্তার ও সাংবাদিক ইলিয়াস হোসেন

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৬ এপ্রিল, ২০২৩ ১২:১২ : অপরাহ্ণ

পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাবেক এসপি বাবুল আক্তার ও যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

গত ৯ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই অভিযোগপত্র জমা দেয়া হয়। একই সাথে সাংবাদিক ইলিয়াস পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। এদিন আদালতে এ চার্জশিট উপস্থাপন করা হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. রবিউল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এ মামলার চার্জশিটভুক্ত অন্য দুই আসামি হলেন-বাবুলের বাবা মো. আবদুল ওয়াদুদ মিয়া ও ভাই হাবিবুর রহমান।

মামলার তদন্তকারী কর্মকর্তা রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ এবং তা প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বাবুল আক্তার ও ইলিয়াস হোসেনসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়।

গত বছরের ২৭ সেপ্টেম্বর বাবুলসহ চারজনের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি করেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।

মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়। তবে বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর