শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৫ এপ্রিল, ২০২৩ ১১:০৪ : পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে দেশটির সুমাত্রা দ্বীপ এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ট থেকে প্রায় ৮৪ কিলোমিটার গভীরে।

তবে প্রাথমিকভাবে এই ভূমিকম্পে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

ধারণা করা হচ্ছিলো, এই শক্তিশালী ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি আঘাত হানতে পারে। কিন্তু তেমন কিছু ঘটেনি।

ইন্দোনেশিয়ার মিটিওরোলজি, ক্লাইমেটোলজি এবং জিওফিজিক্যাল এজেন্সি সুনামি সতর্কতা জারি করে কিছুক্ষণ পরই তা তুলে নেয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম বার ভূমিকম্প অনুভূত হওয়ার পর সুমাত্রা সংলগ্ন এলাকাগুলো আরও বেশ কয়েক বার কেঁপে (আফটারশক) ওঠে । যার মধ্যে একটি আফটার শক ছিল রিখটার স্কেলে ৫ মাত্রার।

সুনামির সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষকে ভূমিকম্পের কবলে পড়া এলাকার বাসিন্দাদের উপকূল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়। তবে পরবর্তীতে সেই নির্দেশনা প্রত্যাহার করা হয়।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আব্দুল মুহরি জানান, পশ্চিম সুমাত্রার রাজধানী প্যাডংয়ে ভূমিকম্পটি সবচেয়ে তীব্র ভাবে অনুভূত হয়েছিল। সেখানে অন্তত ৩০ সেকেন্ড কম্পন অনুভূত হয়।

তিনি বলেন, ‘ভূমিকম্প অনুভূত হতেই অনেকে বাড়িঘর ছেড়ে চলে গেছেন। অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে বাড়িতে ঢুকতে ভয় পাচ্ছেন। যদিও এখনও পর্যন্ত বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

সূত্র: দ্য গার্ডিয়ান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর