শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

মসজিদুল হারামে ঈদ জামাতে লাখো মুসল্লির ঢল


আজ শুক্রবার মক্কার মসজিদুল হারামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ছবি: হারামাইন

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২১ এপ্রিল, ২০২৩ ১০:৪০ : পূর্বাহ্ণ

সৌদি আরবের মক্কায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে মক্কার পবিত্র মসজিদুল হারামে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন শেখ সালেহ আল হুমাইদ।

ফজরের নামাজের পরপরই ঈদের জামাতে অংশ নিতে পবিত্র মসজিদুল হারামে জড়ো হন সৌদি নাগরিক, প্রবাসী বাংলাদেশিসহ ওমরাহ পালনে আসা বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।

সব ভেদাভেদ ভুলে বিশ্বের সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর